
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াত বিএনপির তিন নেতা-কর্মীকে থানা পুলিশ গ্রেফতার করেছে। মোরেলগঞ্জ থানা পুলিশ গত মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে শিবির নেতা মোঃ শফিউল আজম, জামায়াত নেতা মাওলানা জাকির হোসেন ও বিএনপি নেতা মোঃ আব্বাস মুন্সীকে গ্রেফতার করে বাগেরহাট কোর্টে প্রেরণ করেছে। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, গ্রেফতারকৃত ৩জন পুরাতন একটি নাশকতা মামলার চার্জসীটভুক্ত আসামি ছিল। তাই থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছে।