মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : মোরেলগঞ্জের পল্লীতে পুটিয়া গ্রামের এক ইউপি সদস্যের বসত বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও এখনো বাড়িতে ফিরতে পারেনি ভূক্তভোগী পরিবার। এ ঘটনায় উর্ধ্বতন প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছেন ক্ষতিগ্রস্থ পরিবারটির সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনাটি ঘটেছে বনগ্রাম ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য রমেশ মূখার্জির বসত বাড়িতে। সরেজমিনে খোঁজ নিয়ে ও ক্ষতিগ্রস্থ ইউপি সদস্য রমেশ মূখাজি গত বৃহস্পতিবার বলেন, গত ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনে বিকাল ৫টার দিকে তার বসত বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এতে প্রাণভয়ে আত্মরক্ষার জন্য বৃদ্ধ মাতা, স্ত্রী, সন্তানসহ স্বপরিবারে বাড়ি থেকে অন্যত্র চলে যায় তারা। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে আরেক দফায় ৩০/৪০ জনের একটি সঙ্গবদ্ধ দল তার পাকা বসত ঘরে ভাংচুর চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুটপাট করে নিয়ে পরে তারা প্রেট্রোল দিয়ে বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তদের দেয়া আগুনে ঘরে থাকা সমস্ত মালামাল প্রয়োজনীয় কাগজপত্র দলিল, কাপড় চোপড় পুড়ে ও লুটে নেয়া মালামালসহ প্রায় ২০ লাখ ক্ষতিসাধন করেছে।
ক্ষতিগ্রস্থ রমেশ মুখার্জির স্ত্রী সাথী মুখার্জি কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, ছোট মেয়ে, বৃদ্ধ শাশুরীসহ পরিবারের ৪ জন ওইদিন সন্ধায় ঘরে তালাবদ্ধ করে জীবণ বাঁচানোর জন্য এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে পশেই আত্মগোপনে ছিলাম। দূর্বৃত্তদের দেয়া আগুনে আমাদের বসত ঘরটি ধাউ ধাউ করে পুড়ছে। এ বিভৎস্য স্মৃতি বলে বুঝানো যাবে না। এখনো পরিবার পরিজন নিয়ে বাড়ি ফিরতে পারিনি। আতংকে রয়েছি ওদের ভয়ে। প্রশাসনের কাছে এর ন্যায় বিচারসহ বাড়িতে ফেরার পরিবেশ সৃষ্টির জন্য সাহায্য কামনা করছি। এদিকে সরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে পুর্নবাসন করার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।
মোরেলগঞ্জে দূর্বৃত্তের আগুনে ইউপি সদস্যের বাড়ি পুড়ে ছাই
Leave a comment