
মোরেলগঞ্জ (বাগেরহাট) : বাগেরহাটের মোরেলগঞ্জে পানিতে ডুবে সাফিন (৫) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাফিন মোরেলগঞ্জের পঞ্চকরন গ্রামের সজিব (রাসেল) এর ছেলে।পারিবারিক সুত্রে জানা যায়, শুক্রবার (২১শে জুলাই) সকালে একা দাদা বাড়ি যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়।দাদা বাড়ি দেখতে না পেয়ে খোঁজা খুঁজির এক পর্যায় বাড়ির পার্শে পুকুর থেকে সাফিনকে তোলা হয়। স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে, চিকিৎসক বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়।হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।
এবিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মো. আজিজুল ইসলাম বলেন, জেলা সদর হাসপাতালে জরুরি বিভাগ থেকে জানানো হয়, পানিতে ডুবে এক শিশু মারা গেছে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।