এনায়েত করিম রাজিব, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, দলের মধ্যে এখনও যারা আওয়ামী ষড়যন্ত্র করে তারা এই দল (বিএনপি) করতে পারবে না।
তিনি আরও বলেন, এই ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই নতুন কমিটিতে আসতে পারবে না।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলার খাউলিয়া ইউনিয়ন বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন এ কথা বলেন।
তিনি বলেন, দলের মধ্যে থেকে যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে নেতাকর্মীদের নামে মামলা দিয়ে থাকে তারা বিএনপি করতে পারবে না।
বাগেরহাট জেলা জজ কোর্টের এপিপি ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাড. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, কৃষক দলের আহ্বায়ক মশিউর রহমান শফিক, সাবেক ছাত্রদল নেতা এফ এম শামীম আহসান, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল ফকির, সেতারা আব্বাস টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান প্রমুখ।