
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য পদে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের অদূরে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা পাঁচজন অভিভাবকের মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে তা ছিঁড়ে ফেলে। এ ঘটনার শিকার ছাপড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য প্রার্থী মো. নূর ইসলাম খান ও আজম খান লিখিতভাবে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেছেন।
নূর ইসলাম খান বলেন, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী ১২ জুলাই। বুধবার ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। মাধ্যমিক শিক্ষা অফিসে প্রিজাইডিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় কয়েকজন যুবক তাদের সাথে অসদাচরণ করে, পেশিশক্তি খাটিয়ে পাঁচজনের মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে, তা ছিঁড়ে ফেলে। প্রিজাইডিং অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. বাকি বিল্লাহ বলেন, কয়েকজন অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র জমা দিতে পারেননি, এমন অভিযোগ পেয়েছি। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াদ হাসান বলেন, মনোনয়নপত্র কেড়ে নেওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি। ওই বিদ্যালয়ের নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয়েছে।