
মোরেলঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্যজীবীদের চাল বিতরনে বাঁধা দিয়েছেন সুবিধাভোগী জেলেরা। প্রকৃত জেলেদের বাদ দিয়ে তালিকা তৈরী করার অভিযোগে বুধবার বেলা ১২ টার দিকে খাউলিয়া ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কার্যক্রমে বাঁধা দেন ক্ষুব্ধ জেলেরা। ফলে এক পর্যায়ে চাল বিতরণ বন্ধ করে দিতে বাধ্য হন ইউনিয়ন ট্যাগ অফিসার মো. জাহিদ হোসেন। খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার সাইদুর রহমান বলেন, তালিকা অনুযায়ী ৩৭৫ জন জেলের মধ্যে ২১ টন চাল রিতরণের কথা ছিলো। কিন্তু তা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, জেলেদের বিক্ষোভের বিষয়টি বিবেচনা করে চাল বিতরণ বন্ধ রাখা হয়েছে। সরেজমিনে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।