মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : মোরেলগঞ্জ উপজেলা মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী সাওদা আমিন ররুহী পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন। মঙ্গলবার ১৬ জুলাই বিকালে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত পুরস্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান। অনুষ্ঠানে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ এবং জাতীয় শিক্ষা সপ্তাহে নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউটসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ। উপজেলা নির্বাহী অফিসার এস.এম.তারেক সুলতানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম সাইফুলআলম এর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন যুবলীগ নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল জাবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল জাবির প্রমুখ। শ্রেষ্ঠ শিক্ষার্থী, আমতলী কামিল মাদ্রাসার আলিম বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্রী সাওদা আমিন রুহী।
মোরেলগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষার্থী রুহী
Leave a comment