জন্মভূমি রিপোর্ট : বাগেরহাটের মোল্লাহাটে মৎস্য ঘেরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারী (৪০)’র মৃত দেহ পাওয়া গেছে। শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ উপজেলার চরকান্দি এলাকায় জনৈক সাবু মিয়ার মৎস্য ঘেরের পানিতে ভাসমান অজ্ঞাত ওই নারীর মৃত দেহ উদ্ধার করে।
থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের নিয়ে সরেজমিনে যান এবং মৃত দেহটি উদ্ধার করেন। তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে লাশের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া উপস্থিত অসংখ্য নারী পুরুষের মাধ্যমে চেষ্টা করেও এখন পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি। লাশের ময়নাতদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। একই সাথে ওই নারীর পরিচয় এবং মৃত্যুর কারণ উদ্ঘাটন চেষ্টা চলছে।