মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নে এক সন্ত্রাসীর দাপটে এলাকার নিরীহ জনসাধারণ দিশেহারা। তারকাছে অবৈধ আগ্নেয়াস্ত্র থাকায় এলাকার মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পায়না।
এলাকায় সে রামরাজত্ব কায়েম করায় যা খুশি তাই করে বেড়াচ্ছে। চালাচ্ছে মাদকের রমরমা ব্যবসা। পরিবেশ খারাপ দেখলে পালিয়ে যায় খুলনা শহরে। পুটিখালী গ্রামের মৃত হাসেম আলী শেখের ছেলে মো: ফারুক শেখের উত্থ্যান ঘটে ২০০৯ সালে। ওই সময় একটি সৎস্য ঘের দখল করতে যায় ফারুক শেখ ও তার দলবল। ২০০৯ সালের ৩ এপ্রিল ঘের দখলের দিন ধারালো দাও দিয়ে মো: সিদ্দিকুর রহমানের ডান হাত কেটে ফেলে। এ নিয়ে মামলা হয়। মামলায় ফারুক শেখ জেল হাজত থেকে জামিনে মুক্ত হলে তার বিরুদ্ধে হাত কাটা মামলার বাদী আব্দুল গফফার ও স্বাক্ষীদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে। বাদী আব্দুল গফফার ও ওই মামলার স্বাক্ষীদের বিরুদ্ধে তার এক নিকট আত্মীয় মিজান খানকে দিয়ে ২০১৪ সালে চাঁদাবাজীসহ বিভিন্ন মামলা দিলে বাদী মামলা তুলে নেন।
তার পর থেকে সে বেপরোয়া হয়ে ওঠে। শুরু করে এলাকায় মাদকের ব্যবসা। অন্যের জমি দখল করে নিজে বসতিস্থাপন করে। তার বিরুদ্ধে একাধিক মামলা ও থানায় সাধারণ ডায়েরী হলেও ধরাছোয়ার বাইরে।