
মোঃ এজাজ আলী : গত (শুক্রবার ) রাত থেকে খুলনায় থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রাত ১২ টার পর থেকে শুরু হয় ভারী বৃষ্টিপাত। ভোর ৬ টা থেকে আরেক দফা বৃষ্টিপাত হয়ে থেমে যায়। এরপর দুপুর ১২ টার পর থেকে হালকা থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে সন্ধ্যা পর্যন্ত। ছুটির দিন থাকায় বাজার করতে যাওয়া মানুষেরা বিপাকে পড়েন রাস্তায় পানি থাকার কারনে। জরুরী কাজের প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষেরা অনেকে কাক ভেঁজা হয়ে বাড়িতে ফিরতে দেখা গেছে। শুক্রবার সন্ধ্যায় পর থেকে থেমে থেমে চলে বৃষ্টি। খুলনা আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা অবস্থান নেওয়ায় এ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মূলত মৌসুমী বায়ু সক্রিয় থাকায় খুলনাসহ সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মোঃ আমিরুল আজাদ দৈনিক জন্মভূমিকে বলেন, গতকাল শুক্রবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা থাকায় আজ শনিবারও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। রোববার থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। সিনপটিক অবস্থায় বলা হয়েছে মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এদিকে সারাদিন বৃষ্টির বাগড়ায় দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা পড়েন চরম বিপাকে। নগরীর সাত রাস্তার মোড়ে সকালে গিয়ে দেখা যায়, দিনমজুরেরা কাজ না পেয়ে কাকভেঁজা হয়ে বসে আছেন। রফিক নামে এক দিনমজুর এ প্রতিবেদককে জানান, আজ বৃষ্টির কারনে কাজকাম একদম নেই। খালি হাতে বাসায় ফিরে যেতে হবে। কালকে বৃষ্টি অব্যাহত থাকলে না খেয়ে থাকতে হবে। এদিকে বৃষ্টিপাতের প্রভাবে খুলনার নিচু অঞ্চলে আগাম শীতকালীন সব্জির ক্ষেতে পানি জমেছে। এতে চিন্তায় রয়েছেন ক্ষেতমজুরেরা।