জন্মভূমি রিপোর্ট : যক্ষ্মারোগ প্রতিরোধ ও রোগী সনাক্তকরণে সাংবাদিক নেতৃবৃন্দের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা গতকাল খুলনা ডায়াবেটিক সমিতির সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
‘বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) খুলনা এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য হাসান জহির মুকুল। সাংবাদিক এসএম নূর হাসান জনি’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, গাইকোনোলজিস্ট ডা. শাহানা রাজ্জাক, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, খুলনা সিভিল সার্জন কার্যালয়ের ডিএসএম ডা. সুদীপ্ত সরকার, ব্র্যাক খুলনার এরিয়া ম্যানেজার সুব্রত কুমার বিশ্বাস সার্বিক তত্বাবধানে ছিলেন, নাটাব খুলনার এফএলএস তরুণ কুমার বিশ্বাস।
এসময় বক্তারা বলেন, যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে ব্যপক পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে, সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে যেখানে টিবি স্ক্রিনিং সেন্টার আছে, সেখানে এখন থেকে যক্ষ্মা রোগ নির্ণয়ে জিন এক্্রপার্ট মেশিন স্থাপন করা হচ্ছে। এছাড়া শিশুদের যক্ষা রোগ নির্ণয় ও ফুসফুস বহির্ভূত যক্ষ্মা রোগীদের টেস্টের জন্য প্রেরণ করতে সাংবাদিকদের অবহিত করা হয়।