যশোর প্রতিনিধি : আইনজীবীকে কারাগারে আসামিরা সাথে সাক্ষাতের অনুমতি না দেওয়া যশোর কেন্দ্রীয় কারাগারের জেলারের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এক আইনজীবী। রোববার এ অভিযোগ দেন যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য শেখ তাজ হোসেন তাজু। একই অভিযোগে অনুলিপি তিনি কারা মহাপরিদর্শক, কারা উপ-মহাপরিদর্শক ও সিনিয়র জেল সুপার যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আসামি সৌরভ কুমার দাসের নিয়োজিত আইনজীবী শেখ তাজ হোসেন তাজু। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে সৌরভ যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। গত ১৯ এপ্রিল বিকেল ৩টা ২ মিনিটে তিনি জেলারের অফিসিয়াল নম্বরে ফোন করে আসামি সৌরভের সাথে সাক্ষাৎ করতে চান বলে জানান। এসময় অ্যাডভোকেট তাজুকে লিখিত একটি আবেদন করার জন্য বলেন জেলার। অ্যাডভোকেট শেখ তাজ হোসেন তাজু গেটে গিয়ে পরিচয় দিলে দায়িত্বপ্রাপ্ত কারারক্ষীর মাধ্যমে আবেদন করেন। এর কিছু সময় পর কারাঅভ্যান্তরে অবস্থানরত কারারক্ষীরা জানান, সাক্ষাতের কোনো “ডিউ” নেই, তাই সাক্ষাত সম্ভব না। পরবর্তীতে জেলারকে ফোন করলে জেলারও একই কথা জানান। কারাগারে আটক আসামিরা সাথে সাক্ষাতের অধিকার বাতিল করা বাংলাদেশ সংবিধানের ৩৩(১) অনুচ্ছেদ ও কেন্দ্রীয় কারাগারের সিটিজেন চার্টারের পরিপন্থী।
এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল ইসলাম সাংবাদিকের জানিয়েছেন, জেলকোড অনুযায়ী একজন আসামি স্বজনদের সাথে দেখা করার ১৫ দিনের মধ্যে কারও সাথে দেখা করতে পারবেন না। সম্প্রতি ওই আসামি তার স্বজনের সাথে সাক্ষাত করেছেন। ফলে ১৫ দিন পার না হওয়ায় তিনি আসামির সাথে দেখা করার অনুমতি দেয় হয়নি। তাদের সিস্টেমের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।