
যশোর অফিস : যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক সহ-সভাপতি ও প্রতিষ্ঠাকালীন সদস্য রফিকুর রহমান তোতন আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। গত সোমবার রাত সাড়ে ১০টায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে পাড়ি জমান। তার মৃত্যুতে যশোরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় শহরের ঘোপ নওয়াপাড়া রোডের বাসভবনে। তার শোকাহত স্বজনদে সমবেদনা জানাতে যান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এছাড়া যশোরের বিভিন্ন রাজনৈতিক দলসহ শ্রেনি-পেশার মানুষ তার বাসভবনে যান।
রফিকুর রহমান তোতনের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর সাড়ে ১২টায় তার মরদেহ নিয়ে যাওয়া হয় জেলা বিএনপি কার্যালয়ে। সেখানে দলের বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও অধ্যাপক নার্গিস বেগম তার কফিনে দলীয় পতাকা মুড়িয়ে দেন। এরপর প্রথমে কেন্দ্রীয় বিএনপির পক্ষে অনিন্দ্য ইসলাম অমিত ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলার পক্ষে দলের আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া নগর, সদর উপজেলা, মনিরামপুর উপজেলা বিএনপি, শার্শা উপজেলা, ঝিকারগাছা উপজেলা, চৌগাছা উপজেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠন ও দলের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বাদ যোহর ঘোপ নওয়াপাড়া রোড জামে মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রফিকুর রহমান তোতনের বড় পুত্র হাফিজুর রহমান শিলু। জানাজা শেষে তাকে কারবালা কবর স্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন, দলের বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. কাজী মনিরুল হুদা, অ্যাড. সৈয়দ সাবেরুল হক, দেলোয়ার হোসেন খোকন, গোলাম রেজা দুলু, অ্যাড. জাফর সাদিক, অ্যাড. মো ইসহক, মো. মুছা, একে শরফুদ্দৌলা ছোটলু, আব্দুস সালাম আজাদ, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সিরাজুল ইসলাম, গোলাম ফারুক, শান্তনু ইসলাম সুমিত, ইকবাল কবির জাহিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. রবিউল আলম, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু, কাউন্সিলর শেখ রাশেদ আব্বাস রাজ, উপশহর ইউপি চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, ফকির শওকত, বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, মাহবুবুর রহমান মজনু, বেনজীন খান, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুুক চাঁদ, এহসানুল হক সেতু, আঞ্জুরুল হক খোকন, আব্দুর রাজ্জাক প্রমুখ।