
॥ গ্রামের কাগজের বিজ্ঞাপন ম্যানেজার মামুনের ইন্তেকাল ॥
দৈনিক গ্রামের কাগজের বিজ্ঞাপন ম্যানেজার মামুন মোস্তাহিদ আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি গতকাল বুধবার ভোরে মারা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি যশোর সদর উপজেলার ছিলুমপুর গ্রামের বাসিন্দা ছিলেন। মামুন মোস্তাহিদ বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গত শনিবার যশোরের একটি প্রাইভেট হাসপাতালে তার পাইলসের অপারেশন করা হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি শহরে তার মেয়ের বাসায় অবস্থান করছিলেন। ভোরে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। জোহর নামাজের পর ছিলুমপুর গ্রামের স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় যশোরের বিভিন্ন পত্রিকার সম্পাদক সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত তার স্বজন ও গ্রামের কাগজ পরিবার। গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন। সহযোগী সম্পাদক আঞ্জুমানারা, নির্বাহী সম্পাদক আসাদ আসাদুজ্জামান, বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি দেওয়ান মোর্শেদ আলম, সহকারী সম্পাদক মোহাম্মদ হাকিম, জাহিদ আহমেদ লিটন, চীফ রিপোর্টার এম. আইউব, সিনিয়র স্টাফ রিপোর্টার ফয়সল ইসলামসহ গ্রামের কাগজ পরিবার।
॥ কবি বিপ্লবের অন্ত:সত্ত্বা স্ত্রীর ইন্তেকাল ॥
যশোর শহরের শংকরপুর ফারদিন গ্লাস এন্ড প্লাস্টিক হাউজের সত্ত্বাধিকারী কবি ও বাচিক শিল্পী আশরাফুল হাসান বিপ্লবের স্ত্রী ফিরোজা খাতুন (৩২) বুধবার সকাল ৭টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। অতিরিক্ত রক্তক্ষরণে অন্ত:সত্ত্বা ফিরোজা খাতুনের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। গত সোমবার তাকে যশোরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে দুই সন্তানের জননী ফিরোজা খাতুনকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়।
আছরবাদ যশোর শহরের ছোটনের মোড়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পরিচালনা করেন উসমান (রা.) জামে মসজিদের খতিব মাও. মাহাবুর রহমান। জানাজা শেষে বেজপাড়া কবরস্থানে দাফন করা হয়।
॥ তরুণ লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত ॥
দেশব্যাপি বিএনপি জামাতের আগুন সন্ত্রাস, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে তরুণ লীগের যশোর জেলা শাখার আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল ৪টায় শহরের দড়াটানা ভৈরব চত্বরে উক্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন তরুণ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিএম শফিউল্লাহ। আমন্ত্রিত অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মেজবাউল হক। সভাপতিত্ব করেন আসাদুল হক আসাদ। সমাবেশ পরিচালনা করেন জেলা সাধারন সম্পাদক মোঃ আব্দার রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল্লাহ মোল্লা, হাসিবুল হাসান বিপ্লব, বিল্লাল হোসেন, বকুল মনিরুল ইসলাম শিবলু, আরাফাত সিদ্দিকী সামী, গাউসুল ইসলাম রিকু, রাজিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাবু প্রমুখ।
॥ সাবেক এমপি চমন আরা বেগমের ভাইয়ের মরদেহ উদ্ধার ॥
যশোরে সাবেক এমপি চমন আরা বেগমের ভাই বাবু খানের লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার বিকেলে নীলগঞ্জ এলাকা থেকে দরজা ভেঙে বাবুর লাশ উদ্ধার করে। পরবর্তিতে লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত এসএম সফিকুল আলম চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যায়। পরবর্তিতে দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, এক ভাই নিচের তলায় থাকতেন অপর ভাই থাকতেন উপর তলায়। হঠাৎ কোনো সাড়া শব্দ না পেয়ে স্বজনদের সন্দেহ হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।