যশোর অফিস : সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে সকাল-সন্ধ্যা গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করেছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে সাক্ষর করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির সভাপতি সন্তোষ কুমার দত্তসহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব যশোর শহরের চিত্রা মোড়ে কর্মসূচি শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত কর্মসূচিতে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন অংশ নেন।
কর্মসূচিতে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষাল, জোগেশ পাল, সঞ্জয় কুমার নন্দি, কামিনর রঞ্জন সহা, তমির ঘোষ জয়, এ্যাড. কিশোর কুমার সহা, সদস্য প্রদীপ সিংহ, সুকান্ত সরকার প্রমুখ।
কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে সাক্ষর করেন একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটির আহবায়ক হারুন আর রশিদ, এড. দিলীপ রায়, জয়দেব সিংহ, রমেশ দত্ত, মিলন ঘোষাল, অলক রায়, সৌরভ ঘোষ, শিপন অধিকারী, প্রদীপ দাস ও তপন বিশ্বাসসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।