
যশোর অফিস : যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের সরুইডাঙ্গা গ্রামে অন্যের গাছ নিজের দাবি করে বিক্রির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে কোতয়ালি মডেল থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন, সরুইডাঙ্গার ইদ্রিস আলী (৫৫) মো. রুবেল হোসেন (৩৫) সিদ্দিক (৪৫) সুইট (৪২)।
অভিযোগে জানা যায়, যশোর এস এম সুলতান ফাইন আর্ট কলেজের অফিস সহায়ক মোশাররফ হোসেনের সরুইডাঙ্গার খাল পাড়ে দুই শতক জমি রয়েছে। জমির দুই পাশে মেহগনি, কাঁঠাল, নিম, রেন্টি গাছ রয়েছে। যা গায়ের জোরে একটি পক্ষ কেটে বিক্রি করেছে। এরমধ্যে বেশকিছু গাছ কেটে ফেলা হয়েছে।
এর মধ্যে শনিবার ভোরে কাউকে কিছু না জানিয়ে একই গ্রামের রুবেল হোসেন বড় বড় মেহগনি গাছ বিক্রি করে দেয়। গাছ ব্যাপারীরা তা কেটে ফেলেছে। এমন সময় মোশারফ গাছ কাটার খবর পেয়ে বাঁধা দিতে যান। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। উপায় না পেয়ে শনিবার সকালে যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন ভুক্তভোগি মোশারফ হোসেন।
অভিযোগের প্রেক্ষিতে কোতয়ালি মডেল থানার এসআই রোকনুজ্জামানসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গাছ রেখে ব্যাপারি ও বিক্রেতা পালিয়ে যায়। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।