যশোর অফিস : যশোরে অস্ত্র মামলায় জসিম উদ্দীন নামে এক যুবকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের এসআই কাজী আবু জুবাইর আদালতে এই চার্জশিট দাখিল করেন। আসামি জসিম উদ্দীনের আদী বাড়ি যশোর সদর উপজেলার কেফায়েতনগরে। বর্তমানে তিনি মাহিদিয়া উত্তরপাড়ায় বসবাস করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাহিদিয়া উত্তরপাড়ায় অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে জসিম উদ্দীনকে আটক করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সামনে রাখা বালির স্তুপের ভেতর থেকে পলিথিনে মুড়িয়ে রাখা একটি ওয়ান শ্যুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব সদস্যরা। এ ঘটনায় আটক জসিম উদ্দীনের বিরুদ্ধে অস্ত্র আইনে কোতোয়ালি থানায় মামলা করেন র্যাবের ডিএডি মো. করিমুল হাসান। মামলাটি তদন্ত করে জসিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে আদালতে এ চার্জশিট জমা দেন।