শহিদ জয়, যশোর : যশোরে একটি বন্দুক ও ১৯ ধরনের ধারালো অস্ত্রসহ চিহ্নিত দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শহরের বারান্দি মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো বারান্দি মোল্লাপাড়া সিরাজুল ইসলাম সিরার ছেলে রিয়াজুল ইসলাম সেতু (৩৫) ও সিয়ামুল ইসলাম সীমান্ত (২২)।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বারান্দি মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় সন্ত্রাসী কার্যক্রমের জড়িত তার দুই ছেলের হেফাজত থেকে একটি দেশি তৈরি একনালা বন্দুক, একটি ইন্ডিয়ান ব্ল্যাকস্মিথ মেকিং সারশা, ২টি ব্লাক ফালকন প্লাস স্লিং শট, ৫টি চাইনিজ কুড়াল, ৩টি সেভেন গিয়ার চাকু, ২টি ধারালো দা, ১টি চাইনিজ রড, ২টি হাতুড়িসহ বিভিন্ন সরাঞ্জমাদি উদ্ধার করে।
তিনি আরো জানান, আটককৃত সেতু ও সীমান্তের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।