শহিদ জয়, যশোর : ২০২৪-২৫ অর্থবছরে বোরো মৌসুমে মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো (উফশী) ধানের সমলয় চাষাবাদে চারা রোপনের শুভ উদ্বোধন ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শালিয়াট মাঠপাড়ায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,যশোর সদর উপজেলার নির্বাহী অফিসার শারমিন আক্তার।
যশোর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে শুভ উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন,২০১০ সালে এপ্রকল্প চালু হয়েছে। রাইস ট্রান্সপ্লান্টার’ যন্ত্রে মাধ্যমে ধান চাষে কৃষকের পাশাপাশি সরকারও লাভবান হচ্ছে।খরচ কম সে কারণে এ প্রযুক্তি ব্যবহারে কৃষিশ্রমিকের সংকট নিরসন এবং ব্যয়ভার নিয়ন্ত্রণ করাও সম্ভব। তুলনামূলক ফলনও বেশি এ পদ্ধতির চাষাবাদে ১০থেকে১৫ দিন আগেই কাটার উপযোগী হয়ে থাকে এ ধান।’
তিনি আরও বলেন,দেশে দিনে দিনে শিক্ষিত বেকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এজন্য শিক্ষিত যুবক ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে মাধ্যমে চাষাবাদ করতে পারে। এতে কৃষি আধুনিক হবে এবং বেকারত্ব কমবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত অপরিচালক ( শস্য) সমরেন বিশ্বাস,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর উপজেলার কৃষি অফিসার মোঃ হাসান আলী, কৃষি প্রকৌশলী মোঃ সুজাউল হক।
অন্যান্যদের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষকদের পক্ষে শালিয়াট গ্রামের মোঃ জাবের হোসেন, উপসহকারী কৃষি অফিসার আবু ছায়াদ মোঃ আরিফ প্রমুখ।
উদ্বোধনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন যশোর সদর উপজেলার উপ সহকারী কৃষি অফিসার মোঃ তারিকুল ইসলাম।
অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হুমায়ন কবির।
যশোরে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে চারা রোপনের উদ্বোধন
Leave a comment