
যশোর অফিস : যশোরে শহরের পালবাড়ি এলাকায় গত বুধবার (১৪ ফেব্রুয়ারী রাতে) ওয়াহিদুর রহমানের ৫ম তলায় হাইনেট ব্রান্ড নামক অফিস পৌর সভার ৪নং ওয়ার্ড কমিশনার জাহিদ হোসে মিলন এর রাজনৈতিক অফিসে মদ পান করার অভিযোগে কমিশনারসহ তার ৪ সহযোগী গ্রেফতারের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। বুধবার রাতে মামলাটি করেন,কোতয়ালি থানার এসআই অমিত কুমার দাস। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এরা হচ্ছে,যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া মানিকতলা বর্তমানে পুরাতন কসবা কাঠালতলা এলাকার মৃত শেখ রুস্তম আলীর ছেলে জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলন,সহযোগী শহরের পুরাতন কসবা পুলিশ লাইন্স টালীখোলার শেখ আকবর আলীর ছেলে শেখ দস্তগীর হোসেন উজ্জল,একই এলাকার আব্দুল গফফারের ছেলে মারুফুজ্জামান ও পুরাতন কসবা কদমতলার আব্দুর রহিমের ছেলে শফিকুল ইসলাম। গ্রেফতারকৃতদের দখল থেকে ৩ বোতল বিদেশী মদ ও মদ পানের সরাঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।
কোতয়ালি থানার এসআই মামলার বাদি অমিত কুমার দাস বলেছেন,১৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় গোপন সূত্রে খবর পান উল্লেখিত স্থানে ৪নং ওয়ার্ড কমিশনার তার রাজনৈতিক অফিস কক্ষে কমিশনার জাহিত হোসেন মিলন ওরফে টাক মিলনসহ তার সহযোগী উল্লেখিতরা মাদক সেবন করে মাতলামী করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে তারা পালানোর চেষ্টার এক পর্যায় গ্রেফতার হয়। তাদের দখল হতে ৩ বোতল বিদেশী মদ,মদ সেবনের সরাঞ্জাম উদ্ধার করে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।