
যশোর অফিস : যশোরে একশ গ্রাম গাঁজাসহ মুছা গাজী (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ । মুছা মণিরামপুর উপজেলার মোক্তারপুর গ্রামের বর্তমানে শহরে খড়কী এলাকার অলি’র বাড়ির ভাড়টিয়া আজিজ গাজীর ছেলে।
কোতয়ালি থানার এসআই মহিউদ্দিন জানিয়েছেন, গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মুছা কেন্দ্রীয় ঈদগাহের গেটের সামনে দাড়িয়ে গাঁজা বিক্রি করছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।