
যশোর অফিস : যশোরে সৈয়দ আব্দুর রহমান সাজিদ (২৩) নামে একজন গাড়ি চালককে মারপিট এবং ছুরিকাঘাতে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। পুলিশ এই মামলায় দুইজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে পূর্ববরান্দী মাঠপাড়ায়। আসামিরা হলো একই এলাকার তবিবুর রহমান তছুর ছেলে মমিন হোসেন (২৩), আশরাফ আলীর ছেলে জুয়েল হোসেন (২২) এবং সিদ্দিক হোসেনের ছেলে শুভ (২৩)। পুলিশ আসামি মমিন ও জুয়েলকে আটক করেছে।
সাজিদের মা মমতাজ বেগম কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, তার ছেলের সাথে আসামিদের পূর্ব থেকে বিরোধ ছিলো। সে কারণে তার ছেলেকে আসামিরা ক্ষতির চেষ্টা করে আসছিল। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তার ছেলে সাজিদ দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ির সামনের রাস্তার ওপর দাড়ালে আসামিরা এসে তাকে মারপিট করে। একটি ধারালো চাকু দিয়ে তার নিতম্বে আঘাত করে রক্তাক্ত জখম করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে সাজিদকে উদ্ধার করে যশোরে জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়।
সদর পুলিশ ফাঁড়ির এসআই জাকির হোসেন জানিয়েছেন, মামলা হওয়ার পর শনিবার দুপুর আড়াইটার দিকে বারন্দীপাড়া বৌ বাজার থেকে আসামি মমিন ও জুয়েলকে আটক করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামি শুভকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।