যশোর অফিস ; যশোরে চাইনিজ কুড়ালসহ দুই যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলো আরবপুর সিএন্ডবি এলাকার আমজিয়ার গাজীর ছেলে শুভ মেহেদী হাসান ও আরবপুর এসপি বাংলোর পেছনের বাসিন্দা আরিফ উদ্দিনের ছেলে আবু বকর আহমাদ।
কোতোয়ালি থানার এসআই আব্দুর রহমান জানান, গত শুক্রবার রাত ১২টার দিকে তারা জানতে পারেন সার্কিট হাউজের সামনে একদল উঠতি বয়সের যুবক দেশীয় অস্ত্রনিয়ে নিয়ে অবস্থান করে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। তাৎক্ষনিক তার নেতৃত্বে একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এসময় অন্যরা পালিযে গেলেও আটক হয় শুভ ও আবু বকর। পরে শুভর হাত থেকে একটি হাসুয়া ও আবু বকরের কাছ থেকে দুইটি কাঠের লাঠি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানায় মামলা করেছেন। শনিবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।