
যশোর অফিস : যশোর শেখহাটি ঋষিপাড়া এলাকা থেকে সোমবার রাতে শহরের রেলরোডস্থ ওরিয়েন্ট সুপার শপের সামনে অস্ত্র নিয়ে জনমনে আতংক সৃষ্টি করার অভিযোগে পাঁচ সন্ত্রাসীকে দু’টি বার্মিজ চাকুসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দু’টি মামলা হয়েছে।
কোতয়ালি থানা পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পান শেখহাটি সালভেশন স্কুল হতে ২শ’ গজ অদূরের সামনে ঋষিপাড়া নামকস্থানে পাকা রাস্তার উপর কতিপয় উঠতি বয়স্ক যুবক/যুবকেরা নিজেদের ক্ষমতার দাপট দেখানোর জন্য এলাকায় আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করছে। উক্ত খবরের ভিত্তিতে সন্ধ্যায় ঘটনাস্থলে গেলে পুলিশের পোষাক দেখে পালানোর
রচস্টা কালে জয় ও হুমায়ূন কবিরকে আটক করে। এ সময় জয় এর কোমরে থাকা একটি বার্মিজ চাকু উদ্ধার করে।
অপরদিকে,ওরিয়েন্ট সুপার শপের সামনে থেকে তামিম শরীফ, আব্দুর রহমান নেহাল ও সাকিব হোসেনকে আটক হয়। পরে তল্লাশী করে তামিম শরীফের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করে। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২টি মামলা হয়েছে। মঙ্গলবার ৬ ফেব্রুয়ারী দুপুরে গ্রেপতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।