যশোর অফিস : বৃহস্পতিবার যশোর শহরের চুড়িপট্টি এলাকায় তৃতীয় তলা ছাদ থেকে পড়ে শেখ সামীর হোসেন নামে সাড়ে তিন বছরের এক শিশু মৃত্যু হয়েছে। ছাদের উপর খেলা করার সময় অসাবধানতা বশত শিশুটির নিচেই পড়ে গেলে এ ঘটনা ঘটে। শেখ শামীর হোসেন শহরের চুড়িপট্টি এলাকার শেখ সামসাদ হোসেন ওরফে ছোটবাবুর’ পুত্র।
নিহতের স্বজনরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার সকাল আনুমান সাড়ে ৯ টার দিকে ৩য় তলা ছাদের উপর শিশু শেখ সামীর হোসেন খেলা করতেছিল। ছাদের পাশে নিরাপত্তামূলক কোন রেলিং না থাকায় অবুঝ শিশুটি খেলা করা কালীন আকস্মিকভাবে ছাদের উপর হতে নিচ তলায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তার পিতা-মাতা উদ্ধার তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থা আরো অবনতি ঘটে। তখন কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় স্থানান্তর করেন। অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেয়ার সময় পথের মাঝে নড়াইলে গিয়ে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।