
যশোর অফিস : যশোরে ছোট ভাইয় এন্টি কাটার দিয়ে বড় ভাই ওয়াহেদ আলী অপুকে (২৮) এলোপাতারি আঘাত করে জখম করেছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বাবুপাড়া সুলতানপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত ওয়াহেদ আলী অপু ঐ গ্রামের শেখ রাশেদ আলীর ছেলে।
আহত অপু জানান, ছোট ভাই মমিন এলাকায় বিপথগামী যুবকদের সাথে মিশে নেশার জগতে চলে যাই। তাকে নিয়ে পরিবারের অশান্তি চলছিল। বৃহস্পতিবার মমিন নেশার টাকার জন্য আমার (বড় ভাইয়ের) বাইসাইকেলটি বিক্রি করার জন্য নিয়ে যাই। খবর পেয়ে মমিনকে বাধা দিলে তার হাতে থাকা এন্টি কাটার দিয়ে আমার বাম হাতে সহ ছেলের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।