
যশোর অফিস : যশোর সদরের হলসা গ্রামের জমি দখল, মারপিট ও খুনজখমের হুমকির ঘটনায় জাহিদ হোসেনসহ চারজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। মঙ্গলবার হলসা গ্রামের পশ্চিমপাড়া জামতলা এলাকার মৃত হিমাত আলীর ছেলে ইবাদত আলী এ অভিযোগে দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, পিতার মৃত্যুর পর ইবাদত আলী ও তার তিন বোন ওয়ারেশ সূত্রে ৭ একর ১০ শতক জমির মালিক। ২৫ বছর আগে আপোষ বন্টন করে তিনি ও তার বোনেরা এসব জমি ভোগদখল করছেন। এরমধ্যে জাহিদ হোসেনের সাথে একটি জমি নিয়ে হকসুফা ও তিন বোনের সাথে বিভাগ বন্টন মামলা আদালতে বিচারাধীন আছে। এরমধ্যে জাহিদ হোসেন লোকজন নিয়ে এ জমি দখলের ষড়যন্ত্র করে আসছিল। থানায় একটি অভিযোগ দেয়া হয়েছিল তখন। গত ১০ জুন সাকলে জাহিদ হোসেন, হাফিজুর রহমান হাপু, মহসিন, তাইজুলসহ আরও অনেকে জমির দখল নিয়ে তারের বেড়া দিয়ে দেয়। এ সংবাদ শুনে ইবাদত আলী জমিতে গেলে জাহিদসহ অন্যরা তাকে মারপিট, খুন-জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। বর্তমানে জমি দখল নিয়ে গ্রামের উত্তেজনা বিরাজ করছে। যে কোন মূহুর্তে রক্তক্ষী সংঘর্ষ ঘটতে পারে। এব্যাপারে তিনি অভিযোগটি গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।

