যশোর প্রতিনিধি : যশোরে প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় খো খো পুরুষ/মহিলা চ্যাম্পিয়নশীপ। বুধবার স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে মাঠে তিনদিনের প্রতিযোগিতার ৭তম আসরের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বাংলাদেশ খো খো ফেডারেশন ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় সার্ভিসেস টিম আনসার ও ভিডিপিসহ ২২ টি দল অংশ গ্রহন করছে। এর মধ্যে পুরুষ বিভাগে ১৩ ও নারী বিভাগে খেলবে ৯টি দল। শামস্ উল হুদা স্টেডিয়ামে ২টি মাঠে খেলা গুলি চলছে। প্রতিযোগিতা উপলক্ষে ইতোমধ্য দলগুলো যশোরে চলে এসেছে। উদ্বোধনী অনুশ্ঠানে বাংলাদেশ খো খো ফেডারেশনের সভাপতি শাহ কামাল, সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল, টুর্নামেন্ট কমিটির আহŸায়ক আব্দুল মুক্তাদির বেলাল, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুস্ঠানের আয়োজন করা হয়।
যশোরে জাতীয় খো খো চ্যাম্পিয়নশীপ শুরু
Leave a comment