যশোর অফিস
যশোরে জেলি পুশ করা সাড়ে ১২ মণ চিংড়ি জব্দের পর ধ্বংস করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। একইসাথে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ চিংড়ি ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ নিয়ে কয়েকদফা চিংড়ি জব্দের পর ধ্বংস করলো র্যাব-৬ যশোর
বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল এম নাজিউর রহমান জানান, গত মঙ্গলবার রাত ১১টার দিকে যশোর-বেনাপোল সড়কের চাঁচড়া মোড়ে অভিযান চালিয়ে ঢাকাগামী একটি ট্রাক থেকে এই চিংড়ি জব্দ করা হয়।
তাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সাতক্ষীরার শ্যামনগর থেকে ঢাকা কারওয়ান বাজারের উদ্দেশ্য একটি চিংড়ি মাছের ট্রাক যাচ্ছে। ওই চিংড়ি মাছে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করা হয়েছে। এরপর র্যাবের একাধিক টিম যশোর-বেনাপোল সড়কের চাঁচড়া মোড়ে অবস্থান নেয়। রাত ১১টার দিকে চিংড়ি মাছ ভর্তি একটি ট্রাকটি থামিয়ে তল্লাশি চালানো হয়। অভিযানে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা ট্রাকে থাকা মাছগুলোর মধ্যে পুশ করা জেলির অস্তিত্ব পান। এরপর সদর উপজেলা নিবার্হী অফিসার অনুপ দাস পাঁচ চিংড়ি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেন এবং আনুমানিক সাড়ে ১২ মণ জেলি পুশ করা চিংড়ি মাছ জব্দ করে ধংস করা হয়।
যশোরে জেলি পুশ করা সাড়ে ১২ মণ চিংড়ি জব্দ, ১ লাখ টাকা জরিমানা
Leave a comment