যশোর অফিস : যশোরে নতুন করে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তবে মৃত দুইজন ঝিনাইদহ জেলার বাসিন্দা এই নিয়ে জেলায় ১৭ জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন ঝিনাইদহ জেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আলামিন (১৮)ও একই জেলার কালিগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে মোশারফ হোসেন (৭০)।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পার্থ প্রতিম চক্রবর্তী জানান, মোশারফ হোসেন গত ২৪ শে অক্টোবর প্রচন্ড জ্বর নিয়ে তা সজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন। পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় মোশারফ হোসেনের শারীরিক অবস্থা অবনতি হলে চিকিৎসাক তাকে আইসিওতে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিনগত রাত সাড়ে ১১দিকে ডাক্তার ফাতেমা আক্তার মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে শনিবার সকালে মুমূর্ষ অবস্থায় আলামিন কে ডেঙ্গু কর্নার ওয়ার্ডে ভর্তি করেন সজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে আলামিন মারা যান।
হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন-রশিদ জানান, মৃত দুজনই ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলেন। একদম শেষ পরিণতি অবস্থায় সজনরা তাদেরকে হাসপাতালে ভর্তি করেন। লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।