যশোর অফিস : যশোরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের কারিগর খ্যাত তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালনের কর্মসূচি অব্যাহত রয়েছে। বরেণ্য এই রাজনীতিকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছয়দিন ব্যাপী কর্মসূচির বুধবারও দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল, দোয়া মাহফিল, বস্ত্র বিতরণ, খাবার বিতরণ।
এদিন বিকেলে শহরের আর এন রোডে স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এ সময় বরেণ্যে রাজনীতিক তরিকুল ইসলামের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ও সদস্য মিজানুর রহমান খান।
এ সময় বক্তারা বলেন, তরিকুল ইসলাম তার অমর র্কীতির মাধ্যমে আমাদের মাঝে অনন্তকাল বেঁচে থাকবেন। আজকে যশোর শুধু নয় দেশের দক্ষিণ-পশ্চিম জনপদে যত উন্নয়ন প্রতিটি উন্নয়নে তরিকুল ইসলামের হাতের ছোঁয়া রয়েছে। তিনি আমাদের সুখ দুঃখে সাথী ছিলেন। একজন প্রকৃত অভিভাবকের যে দায়িত্ব, সেই দায়িত্ব তিনি পালন করে গেছেন। আমাদের প্রিয় অভিভাবক তরিকুল ইসলামের শুন্য আজও প্রতি ক্ষণে অনুভব করি। দেশ ও জাতির ক্রান্তিকালে তরিকুল ইসলামের মত নেতৃত্বের আজ বড়ই অভাব। পরে তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। এরপর দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মুনসুর আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, তরিকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র এবং দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, জেলা বিএনপির সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য মাহতাব নাসির পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, বিএনপি নেতা আতাউর রহমান আতাউল্লাহ, মোকসেদ আলী, বিশিষ্ঠ ব্যবসায়ী তানভীরুল ইসলাম সোহান, এজাজ উদ্দিন টিপু প্রমুখ।
এর আগে বাদ যোহর সদর উপজেলা বিএনপির আয়োজনে এনায়েতপুুর ফজলুল উলুম বহুমুখী কওমীয়ী মাদ্রাসা কোরআন খানি শেষে তরিকুল ইলসামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনজাতা করা হয়। পরে মাদ্রাসার কোরআন শিক্ষার্থীদের মাঝে খাবার প্রদান করা হয়।
একই সময় যশোর নগর ছাত্রদলের আয়োজনে খুলনা বাস স্ট্যান্ড দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল শেষে কোরআন শিক্ষার্থীদের মাঝে খাবার প্রদান করা হয়।
এদিকে যশোর নগর স্বেচ্ছাসেবক দলও শহরের মনিহার এলাকায় দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করে। নগর যুবদলের আয়োজনে শহরের পৌর উদ্যানের গেট, এম এম কলেজ গেট,ঘোপ বেলতলা, মাহমুদুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, তেতুলতলা, মুজিব সড়ক, শংকরপুর মহিলা মাদ্রসা মাঠ, কোল্ড স্টোরেজ মোড়, সাদেকদারোগার মোড়, চাতালের মোড়, জিরোপয়েন্ট, নীলগঞ্জ, মোল্লাপাড়া টাওয়ারের মোড়, বারান্দিপাড়া শতদল প্রাথমিক বিদ্যালয়, খড়কি হাজামপাড়া, খালদার রোড, রাঙামাটি গ্যারেজ, পুরাতন কসবা, টালিখোলা, কারবালা, ডালমিলসজ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল শেষে দুঃস্থদের মাঝে খাবার প্রদান করা হয়।
দিনব্যাপী সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মো. ইসহক, কাজী আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন , যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা যুবদলের নির্বাহী সদস্য হাসানুর রহমান মাসুম, নগর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তি, যুগ্ম-আহ্বায়ক সাব্বির আহমেদ, নিয়াজ মাহমুদ শিশির প্রমুখ।