
যশোর অফিস : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গত রোববার বিকেলে শহরতলী হাইকোর্ট মোড় এলাকা থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় এক নারীসহ দু’জন গাঁজা কারবারিকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে সদর উপজেলার শেখহাটি জামরুল তলার মসজিদ রোডের মৃত লালু গাজীর ছেলে মিন্টু গাজী ও চৌগাছা উপজেলার মাজালী পূর্ব পাড়ার আবুল কালামের স্ত্রী আরজিনা বেগম। এ ঘটনায় গত রোববার রাতে কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, গত রোববার বিকেলে ডিবি’র টিম শহরের মণিহার এলাকায় অভিযানে থাকা অবস্থায় গোপন সূত্রে খবর পান শহরতলী হাইকোর্ট মোড় আলিফ থাই গ্লাসের সামনে দু’জন মাদক ব্যবসায়ী অবস্থান নিয়ে মাদক ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিকেল সোয়া ৪টায় পৌছালে ডিবি পুলিশের জ্যাকেট পড়া দেখে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মিন্টু গাজী ও আরজিনা বেগম দৌড়ে পালানোর একপর্যায় তাদেরকে আটক করে। এ সময় মিন্টু গাজীর হাতে থাকা ব্যাগের মধ্যে ১ কেজি ও আরজিনা বেগমের হাতে থাকা ব্যাগের মধ্যে ২ কেজি গাঁজা উদ্ধার করে।