
যশোর অফিস : পূর্ব শত্রুতার কারনে উঠতি বয়সের সন্ত্রাসীরা সদর থানার বিমান বন্দর বাইপাস সড়কের ইংলিশ মিডিয়ার স্কুলের সামনে দুই সহোদরকে এলোপাতাড়ী মারপিট করে নগদ ৩০ হাজার টাকা ৭৫ হাজার টাকা মূল্যের মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। শনিবার বিকালে মামলাটি করেন, উপশহর সারথী মিল মোড় এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে আহত দুই সহোদরের পিতা সাকিরুল কবির রিটন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জন উল্লেখ করেন। মামলায় আসামীরা হচ্ছে, উপশহর খাজুরা বাসস্ট্যান্ড প্লটের মঞ্জুর রশিদ স্বপনের ছেলে আবরার রশিদ স্রষ্টে, উপশহর সি ব্লক বাসা নং ৭৪ এর শেখ সুলতানুজ্জামান মিলনের ছেলে সানজিদ সুলতান শেখ, শহরের পারবাড়ী পাওয়ার হাউসপাড়ার সাইফুল ইসলামের ছেলে সাব্বির হোসেন ওরফে আবির, উপশহর ট্রাক স্ট্যান্ড সালভেশন আার্মির সামনে কামরুজ্জামানের ছেলে পরশ আহমেদ, উপশহর বি ব্লকের আব্দুল কাদের এর ছেলে কাইফ, নিরালা পট্টি রোডের নোভা হাসপাতাল সংলগ্ন ভবনের তাসফিক ও ষষ্টিতলা পাড়ার তুর্য্যসহ অজ্ঞাতনামা ৭/৮জন।