
যশোর অফিস : নাশকতা চেষ্টার অভিযোগে যশোরে জামায়াতে ইসলামীর ৯জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। চারটি ককটেল বোমা ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশ আটক ৯ জনসহ ৩৯ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো অনেকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছে পুলিশ।
আটককৃতরা হলো, জেলা জামায়াতের পূর্ব শাখার সভাপতি ও অভয়নগর উপজেলার ধলিরগাতি গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সদর উপজেলার মুনসেফপুর গ্রামের আবু জেহের আলীর ছেলে মাওলানা শাখারীগাতি গ্রামের মৃত সরফ উদ্দিনের ছেলে মাওলানা রইচ উদ্দিন, কেফায়েতনগর গ্রামের মৃত রজব আলীর ছেলে আব্দুল মাজেদ বিশ্বাস, তালবাড়িয়া গ্রামের মৃত আবু বক্কার সরদারের ছেলে ওলিয়ার রহমান, আবাদ কচুয়া গ্রামের মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলের আব্দুস সামাদ, বড় মেঘলা গ্রামের মৃত ইউসুফ আলী দফাদারের ছেলে ওবায়দুর রহমান, আতিয়ার সরদারের ছেলে সেলিম রেজা ও আকরাম হোসেনের ছেলে রাজু আহম্মেদ।
চাঁচড়া ফাঁড়ি পুলিশের এসআই সাইদুর রহমান জানিয়েছেন, আটক এবং পলাতক আসামিরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামী রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডে বাধাগ্রস্থ করার উদ্দেশ্যে গত ২৬ সেপ্টেম্বর ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের মাদরাসার পাশে একত্রিত হয়। এসময় তাদের কাছে ককটেল বোমা, লাঠিসহ বিভিন্ন ধরণের অস্ত্রশস্ত্র ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পুলিশের একটি টিম সেখানে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় ধাওয়া করে পুলিশ ওই ৯জনকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চারটি ককটেল বোমা কয়েকটি লাঠি। এদিনই এই ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত অনেকের বিরুদ্ধে এর আগে একাধিক মামলা রয়েছে।