যশোর অফিস : যশোর শহরের বকচর হুস তলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে আটক করেছে পুলিশ। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ আল মামুন সাংবাদিকদের জানান, গত ১৭ মে ভোর ৫টার দিকে ছেলে বাসায় না থাকায় পুত্রবধূকে জোর করে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দিলে তাকে আটক করা হয়। তিনি অরো জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা শেষ হয়েছে। ডাক্তার আব্দুস সামাদ বলেন ধর্ষণের হিস্ট্রি নিয়ে একটি রোগী হাসপাতালে এসেছিল ডাক্তারী পরীক্ষা শেষে তাকে পুলিশ নিয়ে গেছে।