
যশোর অফিস : যশোরের বড় বালিয়াডাঙ্গা এলাকায় পূর্বশত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বিল্লাল হোসেন (৩৫) গুরুতর জখম হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। তিনি বড় বালিয়াডাঙ্গা গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমি ও পারিবারিক বিরোধে জড়িয়ে পড়েছিলেন বিল্লাল। শুক্রবার সকালে ওই বিরোধের জেরে প্রতিপক্ষ তোতা (৪০), ইমামুল (৪৫), মাসুদ (৫৫), মোরসালিন (১৯) এবং তাদের সহযোগী ৪–৫ জন বিল্লালের ওপর হামলা চালায়। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। ঘটনার সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতি হয়। এতে বিবাদীপক্ষের কয়েকজনও আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেন। বিল্লাল বর্তমানে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। অন্যদিকে, বিবাদীপক্ষ প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।