যশোর অফিস
যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে এক যুবককে রগকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর আড়াইটার দিকে। নিহত আলম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সুলতানপুর গ্রামের শামসুদ্দিন মন্ডলের ছেলে। তিনি ১৮/২০ বছর ধরে চুড়ামনকাটি হঠাৎ পাড়ায় বসবাস করতেন। বর্তমানে তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে পালবাড়ি এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করতেন। পেশায় রিক্সাচালক।
পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার অনুসারী ছিলেন আলম। রাজনৈতিক প্রতিহিংসার জেরে বর্তমান চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যানের অনুসারিরা পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। এদিকে, এ ঘটনায় এক যুবককে আটকের গুঞ্জন উঠেছে। আটক ওই যুবক বর্তমান চেয়ারম্যানের অনুসারী।
নিহতের স্ত্রী রোকসানা বেগম জানান, আলম দুপুর আড়াইটায় চুড়ামনকাটি রেলষ্টেশন এলাকায় দাড়িয়ে ছিলেন। এমন সময় এক দল সন্ত্রাসী পূর্বপরিকল্পিত ভাবে আলমকে তুলে নিয়ে আর্দশপাড়ায় কাজীরবাগান নামকস্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে রড় দিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে, রগ কেটে রক্তাত্ত জখম করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ডিউটি অফিসার জয়বালা বলেন, একজন নিহত হওয়ার সংবাদ শুনেছি। ঘটনাস্থলে ফোর্স চলে গেছে। নিহতের মরদেহ মর্গে রয়েছে বলে কিনি জানান। এবিষয়ে কাউকে আটক করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান।
যশোরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত
Leave a comment