
যশোর প্রতিনিধি : যশোরে প্রিজম যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ১৪ এপ্রিল শুক্রবার দুপুরে পরিদর্শন বাংলো সড়কে “প্রিজম হলিডে মার্কেট” উদ্বোধন হয়। জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল প্রিজম হলিডে মার্কেটের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে যশোর পৌরসভা মেয়র হায়দার গণী খান পলাশের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক নাজিম উদ্দিন ও মো. সেলিমুজ্জামান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক, যশোর শাখার ব্যবস্থাপক সাকিল আলম, যশোর পৌর সভার মহিলা কাউন্সিলর, নাসিম আক্তার জলি, নাসিব সভাপতি শাকের আলী, উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বেনু আরা, জলি শারমিন, সাজিয়া সুলতানা মহুয়া, (ড্রেসী কর্ণার), রিতা মন্ডল। প্রিজম হলিডে মার্কেট এসোসিয়েশন এর সভাপতি ও প্রিজম যুব উন্নয়ন সংস্থার পরিচালক মুসলিমা খাতুন বলেন, পবিত্র ঈদকে সামনে রেখে উদ্যোক্তারা নিজেদের তৈরী হস্তশিল্প, তৈরী পোশাক, প্রসাধনি সামগ্রী, খাদ্যপণ্য সহ সৌখিন জিনিসপত্র হলিডে মার্কেটে সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করবে ফলে মধ্যস্বত্বভোগী না থাকায় ক্রেতারা সাশ্রয়ী মুল্যে পণ্য কিনতে পারবেন। প্রতি শুক্রবার ও শনিবার ছুটির দিনে সবার জন্য এই মার্কেটটি খোলা থাকবে। ইতিমধ্যে প্রায় ৩০টি জন উদ্যোক্তা স্টলে অংশ নিয়েছেন। এই উদ্যোগকে সামনের দিকে এগিয়ে নিতে পাশে রয়েছে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক ও ইউসিবি ব্যাংক যশোর শাখা।