
যশোর অফিস : যশোরের ডিবি পুলিশ আলাদা তিনটি অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৬জনকে গ্রেফতার করেছে। এসআই আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, গত মঙ্গলবার বিকেল তিনটার দিকে চৌগাছার ব্রাকপাড়া গ্রাম থেকে ৫৫ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এরা হলো দিঘল সিংহা গ্রামের মৃত আয়নাল হকের ছেলে আরিফ হোসেন (৩৫), কারিগরপাড়ার মৃত জামাত আলীর ছেলে তরিকুল ইসলাম (৩৩) এবং যশোর শহরতলীর ঝুমঝুমপুর হঠাৎপাড়ার মৃত শহীদ মিয়ার ছেলে আইয়ুব (৫৮)।
এসআই সাদ্দাম হোসেন জানিয়েছেন, গত মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার হামিদপুর বাজারের একটি স্যানেটারি দোকানের সামনে থেকে কবির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। কবির চৌগাছার চারাবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে। এসআই নিতাই চন্দ্র দাস জানিয়েছেন, গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে হামিদপুর বাজারে অন্য এক অভিযানে ২শ’ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এরা হলো, বেনপোল পোর্ট থানাস্থ কলেজ পাড়ার আলমগীর হোসেনের ছেলে রাজিব (২৫) এবং রফিকুল ইসলামের ছেলে রাসেল হাসান (২২)।