
চার ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
যশোর অফিস : যশোরে ভরণ-পোষণের দাবি করায় মারপিটের শিকার এক মা আদালতে চার ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। রোববার বাঘারপাড়ার দরাজহাট গ্রামের ছমির মোল্যার স্ত্রী জাহেদা বেগম বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ শুন অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামিরা হলো মামলার বাদী জাহেদা বেগমের চার ছেলে আবুল হোসেন, সাইফুল মোল্যা, বিল্লাল হোসেন, এববার হোসেন ও আব্দুল হোসেনের ছেলে আরিফুল মোল্যা।
মামলার অভিযোগে জানা গেছে, ভিক্ষা করে জীবন চলে ছমির মোল্যা ও তার স্ত্রী জাহেদা বেগমের। আসামিরা তাদের বৃদ্ধ পিতা ও মায়ের ভোরণ পোষন না দিয়ে অবহেলা অনাদরে রেখেছে। এরমধ্যে তাদের জমিটুকু ভাগবটোয়ার করার জন্য তার উঠেপড়ে লেগেছে তারা। ছেলেদের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রায় নির্যাতনের শিকার হতে হয়। গত ১১ জুন দুপুরে জাহেদা বেগম গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন। এ সময় তার চার ছেলে ও পোতা ছেলের বাধা দেয়। জাহেদা বেগম প্রতিবাদ করলে তারা ছেলেরা ও পোতা ছেলে তাকে মারপিট করে জখম করে। একই সাথে ঘরের মালামাল ভাংচুর লুটপাট এবং গোয়ালে থাকা গরু নিয়ে যায় তারা। এরমধ্যে ছেলেরা মাকে মাটিতে ফেলে দিয়ে টেনেহেচড়ে বাড়ির বাইরে বের করে দিয়ে আসে। জাহেদা বেগমের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ছেলেরা চলে যায়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

