যশোর অফিস : যশোরের জজ কোর্ট জামে মসজিদের দানবাক্স চুরির অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। রোববার রাত ৯টা থেকে সোমবার ভোর পাঁচটা পর্যন্ত যেকোনো সময় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার মসজিদের মোয়াজ্জিন সাব্বির হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মঙ্গলবার এ মামলা করেন। এখনো পর্যন্ত এ মামলায় কেউই আটক হয়নি। পুলিশ বলছে তারা তদন্তে নেমেছে।
মামলায় বাদী উল্লেখ করেন, গত ১৯ মার্চ এশার নামাজ শেষ করে বাদী মসজিদের মেইন গেট বন্ধ করে বাড়িতে চলে যান। ২০ মার্চ ভোরে ফজরের আযান দিতে এসে দেখেন মেইন গেটের সাথে ঝুলিয়ে রাখা দানবাক্সটি নেই। পরে তিনি কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন একই সাথে বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে জানতে পারেন দানবাক্সটি চুরি হয়েছে। বাধ্য হয়ে তিনি অজ্ঞাত আসামি করে কোতোয়ালি থানায় এ মামলা করেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই প্রদীপ কুমার ঘোষ বলেন, বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছেন। জড়িতকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।