
যশোর অফিস : র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা ৪৮ বোতল ফেনসিডিল ও নগদ ১৩ হাজার টাকাসহ হালিমা বেগম ময়না (৩২) নামে এক নারীকে আটক করেছে। ময়না শহরের খড়কী গাজীর বাজার এলাকার তৈয়ব আলীর স্ত্রী।
র্যাব জানিয়েছে, গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সূত্র সংবাদ পেয়ে সদর উপজেলার চুরামনকাটি ব্রাক অফিসের পাশ থেকে ময়নাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৪৮ বোতল ফেনসিডিল ও নগদ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।