জন্মভূিম ডেস্ক : হেরোইনের মামলায় যশোর শহরের বারান্দীপাড়ার মাদক ব্যবসায়ী আশরাফুল রহমান কাজলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এক রায়ে আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত আশরাফুল পূর্ববারন্দীপাড়া শতদল স্কুল এলকার মৃত আতিয়ার রহমানের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ১৪ মার্চ বেনাপোল পোর্ট থানা পুলিশ দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ১শ’গ্রাম হেরোইনসহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই সফিকুল ইসলাম সরদার বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পোর্ট থানায় মামলা করেন। ২০১৭ সালের ১৩ এপ্রিল মামলার তদন্ত শেষে এসআই ফিরোজ উদ্দীন আসামি আশরাফুল রহমান কাজলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি আশরাফুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক কতাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আশরাফুল জামিনে মুক্তি পেয়ে পলাতক আছে।
যশোরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
Leave a comment