
যশোর অফিস : পুলিশ,র্যাব-৬ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ২শ’ ১১পিস ইয়াবা, আধা কেজির অধিক পরিমানের গাঁজা উদ্ধার এবং স্বামী-স্ত্রীসহ ৯ মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার পদ্মবিলা গ্রামের আব্দুল মতিন ওরফে সুজন,শহরের কাজীপাড়া কাঁঠালতলা ৪নং ওয়ার্ডের আরিফ, একই এলাকার আরিফের স্ত্রী নার্গিস, সিটি কলেজপাড়া আব্দুর রশিদ সড়কের নয়ন,শহরের রেলগেট এলাকার হাসিনা বেগম, সিটি কলেজপাড়ার মুক্তার হোসেন বাবু,সদর উপজেলার ঝুমঝুমপুর (উত্তরপাড়া) এলাকার আল আমিন হোসেন, ঝুমঝুমপুর পশ্চিমপাড়ার সহিদ হোসেন,ঝুমঝুমপুর স্কুল মোড়ের রাকিবুল ইসলাম ওরফে রকি ও ঝুমঝুমপুর উত্তর পাড়ার রাজ আহম্মেদ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে আলাদা ৫টি মামলা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, বসুন্দিয়া পুলিশ ক্যাম্প ৩ জুলাই সোমবার রাত সাড়ে ১১ টায় সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলা গ্রামের জয়নাল মোল্লার বাড়ির পূর্ব পাশের্^ নতুন রেল রাস্তার উপর থেকে ও ক্যাম্পের পুলিশ আব্দুল মতিন ওরফে সুজনকে ২শ’ গ্রাম গাঁজাসহ আটক করে। র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, মঙ্গলবার ৪ জুলাই রাত ৯ টার পর র্যাবের একটি চৌকসদল যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলা নামক এলাকার জনৈক মৃত বারেক মাস্টারের বাড়ির সামনে অভিযান চালিয়ে আরিফ ও তার স্ত্রী নার্গিসকে ৮১পিস ইয়াবা,মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা ২টি বাটন মোবাইল ফোন জব্দ করেন।
অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা মঙ্গলবার ৪ জুলাই দুপুরে শহরের সিটি কলেজপাড়া আব্দুর রশীদ সড়কের নয়নের বাড়িতে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ নয়নকে আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের টিম একই রাত সাড়ে ৮ টায় শহরের রেলগেট পশ্চিমপাড়া হোটেল শাহরিয়ারের পিছনে জনৈক খোদের বাড়ির ভাড়াটিয়া হাসিনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ২শ’ গ্রাম গাঁজাসহ আটক করে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই রাজেম কুমার দাশ জানান, মঙ্গলবার ৪ জুলাই বিকালে সদর উপজেলার ঝুমঝুমপুর বটতলা মোড়স্থ জনৈক ইউসুফ এর চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে মুক্তার হোসেনকে ৬০পিস ইয়াবা,আল আমিন হোসেনকে ৪০পিস, সহিদ হোসেনকে ৩০পিস ইয়াবাসহ আটক করে। তারা স্বীকার করে রাকিবুল ইসলাম রকি ও রাজ আহম্মেদের সহয়তায় ইয়াবা বিক্রি করে থাকে।