যশোর প্রতিনিধি : যশোর শহরের লালদীঘির পাড়ের মোবাইল হাট নামে একটি মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। গত শুক্রবার রাতে যেকোনো সময় এই চুরি সংঘটিত হয়। চোরেরা ৪৫ লাখ টাকার মোবাইল ফোন এবং নগদ ২ লাখ ৬৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। দোকানের মালিক কামাল হোসেন যশোর বোতলে থানায় এ বিষয়ে অভিযোগ করেছেন।
মোবাইল হাট দোকানের মালিক কামাল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে তারা দোকান বন্ধ করে বাড়িতে যান। শুক্রবার দুপুরে বাড়িতে থেকে মোবাইলের মাধ্যমে সিসি ক্যামেরার ফুটেজ দেখেছিল। সে সময় সব ঠিকঠাকই ছিল। আজ
শনিবার সকালে দোকান খুলে দেখতে পাই মালামাল নেই ক্যাশ বাক্স ভাঙ্গা। সিসি ক্যামেরার ডিভিআরও নিয়ে গেছে তারা। মার্কেটের ভেতরের দরজা ভেঙে তারা এসেছিল। সামনেই পাহারাদার ছিল। কিন্তু পাহারাদারের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে কোতোয়ালী থানার পরিদর্শক(তদন্ত ) শফিকুল আলম চৌধুরী, গণমাধ্যমকে বলেন খবর পেয়ে পুলিশ ঘটনার পরিদর্শন করেছে এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
যশোরে মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরি
Leave a comment