যশোর প্রতিনিধি : যশোরে যুবলীগ কর্মী আলী হোসেন হত্যাকান্ডের প্রধান আসামি রবিউল ইসলাম নবাবকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার ভোর রাতে বুধহাটা থেকে তাকে গ্রেফতার করা হয়। নবাবের দাবি মাকে নিয়ে গালি দেয়ায় আলী হোসেনকে হত্যা করেছে সে। ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, গত ৭ জুলাই রাত ১২টার দিকে যশোর সদর উপজেলার বাহাদুরপুর তেতুলতলা মোড়ে যুবলীগ কর্মী আলী হোসেনকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের মা মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম আজ ভোর রাতে সাতক্ষীরা আশাশুনি উপজেলার বুধহাটা এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম নবাবকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী হোসেনকে হত্যার দায় স্বীকার করেছে নবাব। এলাকায় আধিপত্য বিস্তার,মাদক ব্যবসা ও চাঁদাবাজির ঘটনায় নবাবের মাকে নিয়ে গালিগালাজ করায় নবাব ও তার সহযোগী দিপকের মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে যায় এবং গুলি করে হত্যাকাণ্ড সংঘটিত করে পালিয়ে যায়।