যশোর প্রতিনিধি : বৃহস্পতিবার রাতে যশোর শহরের প্রাণকেন্দ্র বড় বাজারের চুড়িপট্টিতে রাজিম (১৭) নামে এক যুবক খুন হয়েছে। তাকে বুকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা পালিয়ে গেছে। পুলিশ এই ঘটনায় কাউকে এখন আটক করতে পারিনি। রাজিম শহরের চুরি করতে এলাকার একটি কাপড়ের দোকানে চাকরি করতেন।রাজিম শহরের ঝুমঝুমপুর এলাকার বাদল খানের পুত্র।শোকাহত পিতা বাদল খান জানিয়েছেন তার ছেলে চুড়িপট্টি বাজারে একটি কাপড়ের দোকানে কাজ করে। আজ রাত পৌনে ৮টার দিকে
পূর্ব শত্রুতার জেরে পায়েল, ইয়ামিন, রায়হানসহ ৬/৭ জন যুবক একসঙ্গে এসে দোকান থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ হেমন্ত পোদ্দার, রাজিমকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন,হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। কি কারণে কারা তাকে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে নিহতের পিতা বাদল খান বলতে পারেননি। তবে হত্যাকান্ডের ঘটনায় কাউকে এখনো আটক করা হয়নি বলে সাংবাদিকদের জানান ,যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আব্দুল আলিম।