যশোর অফিস : সারা বাংলাদেশের নয় যশোরে ওপ্রায় এক সপ্তাহ পর যান চলাচল নিয়ন্ত্রণের জন্য যশোরে কাজ শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। আজ সোমবার সকাল থেকে শহরের সকল মোড়ে তারা দায়িত্ব পালন করছেন। স্কুল-কলেজের শিক্ষার্থীরা কর্তব্যরত পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগতম জানান। পুলিশের সাথে তাদেরকে সহায়তা রেডক্রিসেন্ট ও স্কাউটের পোশাকে কাজ করছেন শিক্ষার্থীরা। ট্রাফিক পুলিশ মাঠে নামায় তাদের স্বাগত জানিয়েছেন সকলে।আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন থানা,পুলিশ ফাঁড়ি, ট্রাফিক পুলিশ বক্সে হামলা,ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র লুটপাট হয়। অনেক হতাহতের মধ্যে আতঙ্কে বেশিরভাগ থানা পুলিশশূন্য হয়ে পড়ে। রাস্তা-ঘাটে থেকেও চলে যান ট্রাফিক পুলিশ সদস্যরা। এতে সড়কে ভেঙে পড়া ট্রাফিক ব্যবস্থাপনা সামাল দিতে মাঠে নামে শিক্ষার্থীরা। তারাই গত কয়েকদিন দায়িত্ব সামলাচ্ছিলেন। এক সপ্তাহ পর আজ মাঠে নেমছে ট্রাফিক পুলিশ।
ট্রাফিক পুলিশের পক্ষে ইন্সপেক্টর শুভেন্দ কুমার মুন্সি, (শহর ও যান) সাংবাদিকদের বলেন যশোর ট্রাফিকের ৮৬জন সদস্য যশোর শহর ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশ কাজে নেমেছে।
যশোর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টার মাফুজুর রহমান বলেন, গুরুত্বপূর্ণ সকল মােড়ে ট্রাফিক পুলিশ রয়েছে। শিক্ষার্থীদের সাথে একযোগে কাজ করছি। প্রথম দিনে তারা আমাদের উৎসাহ যুগিয়েছে। কোন প্রকার ঝামেলা ছাড়াই সকলে কাজ করছে। সাধারণ মানুষও আমাদের স্বাগত জানিয়েছে।
এদিকে ট্রাফিক পুলিশ মাঠে নামায় তাদের স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। আইরিন আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, আমরা ৫/৬ দিন সড়কে কাজ করছি। আমরা প্রশক্ষিত না হওয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছিলো। ট্রাফিক পুলিশ নামায় আমরা খুশি। যাদের কাজ তাদেরই মানায়। আরো দুই একদিন আমরা তাদের সাথে থাকেবা। সকলে ট্রাফিক আইন মেনে চলবে সেই প্রত্যাশা করি।
আনোয়ার হোসেন নামে এক পথচারী বলেন, পুলিশ উঠে যাওয়ায় বেশ সমস্যা তৈরি হয়েছিলো। শিক্ষার্থীরা হাল ধরলেও সেটা পর্যাপ্ত ছিলো না। সড়কে ট্রাফিক পুলিশ নামায় শৃঙ্খলা ফিরবে। তাদের স্বাগত জানাচ্ছি।
জামাল হোসেন নামে এক গাড়ি চালক জানান, শিক্ষার্থীরা কড়াভাবে ট্রাফিক আইন ফলো করছিলো।
তবে এই সুযোগ কিছু নাম্বারবিহীন যানবাহন চলাচল করছে বলে দেখা গেছে। আবার অনেক স্থানে চলাচলকারী মোটরসাইকেল আরোহীদের তাদের মাথায় হেলমেট দেখা যায়নি।