যশোর অফিস : যশোরে জুম্মান (৩৮) নামে এক সন্ত্রাসী খুন হয়েছে। নিহত জুম্মান শহরের শংকরপুর রেলগেট মোড়ের পকেটমার মুরাদ হোসেনের ছেলে। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জুম্মান খুন হয়। নিহত জুম্মানের নামে কোতয়ালি থানায় প্রায় ডজন মামলা রয়েছে। এঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় জুম্মানকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে ভাইপো রাকিব, প্রিন্স, ট্যাটু সুমন, আসিফ ভোলাসহ কয়েকজন। এরপর তাকে তাড়া করে নিয়ে যায়। জুম্মান দৌড়ে রেলস্টেশন এলাকায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতির অফিসের সামনে পৌছুলে পিছন থেকে পিঠে ছুরিকাঘাত করে। জুম্মান পড়ে গেলে পাসহ শরীরের বিভিন্ন স্থানে আরো কয়েকটি ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। সূত্রটি আরো জানায়, অস্ত্র ও মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে জুম্মানের সাথে ভাইপো রাকিব, প্রিন্স, রনি, ভোলা, ট্যাটো সুমন, আসিফ ও খোলাডাঙ্গার আকিবুরসহ বেশ কয়েকজনের বিরোধ ছিলো। এ কারণে জুম্মান দীর্ঘ দিন মাগুরা পালিয়ে ছিলো। সম্প্রতি জুম্মান যশোর আসলে খুনের শিকার হয়।
জুম্মানের ভাই মামুন হোসেন জানায়, জুম্মানের সাথে কারো কোন বিরোধ ছিলো না। জুম্মান পানের ব্যবসা করতো। সন্ধ্যায় তার মোবাইলে ফোন আসলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। চাঁচড়া ফাড়ির ইন্সপেক্টর আব্দুল আলিম জানান, জুম্মানের নামে কোতয়ালি থানায় প্রায় অর্ধ ডজন মামলা রয়েছে। হত্যার সাথে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি নিয়ে তারা মাঠে নেমেছেন। অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।