
যশোর অফিস : যশোরে এক পাথর ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৫ কোটি টাকার অধিক পাথর বাকী নিয়ে টাকা না দিয়ে তালবাহনাসহ প্রাণ নাশের হুমকির ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। গত শনিবার রাতে মামলাটি করেন সদর উপজেলার জিরাট মেসার্স রিয়ান এন্টারপাইজের আবুল হোসেন সরদারের ছেলে এস এম গোলাম হোসেন। আসামি করেন মণিরামপুর উপজেলার বলিযানপুর বর্তমানে যশোর শহরে বসবাসকারী আলী গাজীর ছেলে কওছার আলীকে।
বাদী বলেন, তিনি মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজের মাধ্যমে আমদানি-রপ্তানির ব্যবসা করেন। তার ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতে রপ্তানি ও বিভিন্ন পণ্য সামগ্রী আমদানি করে দেশের অভ্যন্তরে বিভিন্ন ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন। আসামি কওছার আলী দীর্ঘদিন যাবত আমদানীকৃত ভারতীয় পাথর সংগ্রহ করে ব্যবসা করে আসছিল। প্রতিষ্ঠান থেকে মালামাল ক্রয় করায় কওছার আলীর সাথে সু-সম্পর্কের সৃষ্টি হয়। ২০১৯ সালের ২২ মার্চ থেকে ২০২১ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময় কওছার আলী মালামাল (পাথর) ক্রয় করাকালে তার কাছে সর্বমোট ৫ কোটি ৫৮ লাখ ৯৫ হাজার ২০ টাকা বকেয়া পড়ে। যা কওছার আলী পরিশোধ করে না। এমনকি ব্যবসায়ীক সকল লেনদেন বন্ধ করে দেয়। যার কারণে বাদী বারবার আসামির কাছে পাওনা টাকা চাইলে কওছার আলী টাকা পরিশোধ করে অপরাধ মূলক বিশ্বাস ভঙ্গ করে উল্লেখিত টাকা আত্মসাত করে। গত ৩ মার্চ সকাল ১০টায় মোবাইল থেকে কওছার আলীর মোবাইলে ফোন দিয়ে পাওনা টাকা চাইলে আসামি টাকা প্রদান না করে উল্টো হুমকি দিয়ে বলে পরবর্তীতে টাকা চাইলে ক্ষতি করবে। কওছার আলী কর্তৃক আত্মসাতকৃত টাকা উদ্ধার করার সকয় প্রকার চেষ্টা করে ব্যর্থ হয়ে যশোর কোতয়ালি থানায় অভিযোগ করেন।

